ছানির অস্ত্রোপচার কি একবার করলেই হয়?
চোখের ছানির চিকিৎসা হলো সার্জারি। তবে এ ক্ষেত্রে একবার চিকিৎসা করলেই কি হয়? নাকি সমস্যাটি পুনরায় হতে পারে? এ ছাড়া চোখের ছানি অস্ত্রোপচারের ক্ষেত্রে বিভিন্ন লেন্স ব্যবহার করা হয়। সেগুলোরও ভিন্নতা রয়েছে। এসব বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. হাফিজুর রহমান। বর্তমানে তিনি ভিশন আই হাসপাতালের ফ্যাকো ও রেটিনা সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের যদি ছানি হয় এবং তিনি অস্ত্রোপচার করালেন, এতেই কি তিনি আজীবনের জন্য ঝুঁকি থেকে মুক্ত? নাকি উনি আবার সমস্যায় পড়তে পারেন?
উত্তর : ভালো সার্জন যখন ভালো অস্ত্রোপচার করেন, তখন আর দ্বিতীয়বার অস্ত্রোপচার করার প্রয়োজন পড়ে না। সারা জীবন একই লেন্স দিয়ে তার চলবে।
প্রশ্ন : লেন্স ব্যবহারের ক্ষেত্রে অনেকে দ্বিধায় পড়ে যান। কারণ, লেন্স বিভিন্ন রকম দামের আছে। বিভিন্ন রকম দামের বিষয়টি কী?
উত্তর : যখন আমরা ফ্যাকো ইমালসিফিকেশন করি, আমাদের অল্প ছিদ্র করতে হয়, এক থেকে দুই মিলিমিটার। এই ছিদ্র দিয়ে আমরা ফোল্ডেবল লেন্সটা ঢুকিয়ে দিই। তবে এসআইসিএস স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি, আমরা যখন কেটে করি, তখন ফোল্ডেবল লেন্সটা ঢুকাতে পারি না। তখন আমরা পিএমএল এ লেন্স দিই। শক্ত লেন্স দিই। তবে লেন্স অনুযায়ী দামের পার্থক্য আছে। গুণগত মানের পরিবর্তন আছে। এর্কালিক লেন্সগুলোও দুই ধরনের। একটি হচ্ছে হাইড্রোফোবিক, আরেকটি হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি, ফোবিক মানে ভয় পায়, তার মানে সে পানিকে ধরে রাখে না। সে পানিকে বিকর্ষণ করে। হাইড্রোফোবিক লেন্সের দাম একটু বেশি।
আবার কিছু কিছু লেন্স আছে, যেগুলো হাইড্রোফিলিক। সে পানি আকর্ষী। পানিকে আকর্ষণ করে। এতে অস্ত্রোপচার করার পরও চোখে হালকা ঝাপসা দেখে। তবে হাইড্রোফোবিক লেন্সে ঝাপসা দেখে না। পরিষ্কার দেখে। হাইড্রোফিলিক লেন্সগুলো অস্ত্রোপচারের পর একটি পর্দা তৈরি করে, যাকে বলা হয় পিসিও। পিসিওটা হাইড্রোফোবিক লেন্সগুলোতে তৈরি করে না। সেই হিসেবে লেন্সগুলোর দামের পার্থক্য ঘটে।