উচ্চ রক্তচাপ থাকলে যেসব ক্ষতি হয়

Looks like you've blocked notifications!

উচ্চ রক্তচাপ শরীরে বিভিন্ন সমস্যা করে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৪১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক এম তৌহিদুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজে কার্ডিওলজির বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : যেসব উচ্চ রক্তচাপ অনেকদিন ধরে নীরবভাবে আছে, সেই ক্ষেত্রে সেগুলো জানা না গেলে কী কী ক্ষতি হতে পারে?

উত্তর : উচ্চ রক্তচাপ একটি দীর্ঘস্থায়ী রোগ, এটি ভালো হয় না। একে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই জন্য ডাব্লিউ এইচও একে নীরব ঘাতকব্যাধি বলছে। অর্থাৎ ব্লাড প্রেশার আছে আপনি জানেন না। এটি আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রায় সব জায়গাতে ক্ষতি করতে পারে। এই ক্ষতির মধ্যে একটি টার্গেট অঙ্গ আছে। যেমন মস্তিষ্ক, চোখ, হার্ট, কিডনি। ব্রেনে কী হতে পারে? ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। প্যারালাইসিস নিয়ে মানুষ আসতে পারে। চোখের মধ্যে রেটিনাতে অনেক ধরনের ডিপোজিট হয়। হেমোরেজ হতে পারে। হঠাৎ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট ফেইলিউর হতে পারে। কিডনি ফেইলিউর, শ্বাসকষ্ট নিয়ে প্রকাশ পেতে পারে।