কোমর ব্যথার আধুনিক চিকিৎসা কী?
কোমর ব্যথার বেশ আধুনিক চিকিৎসা এখন রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৪১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. নুরুজ্জামান খান। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোমর ব্যথার ক্ষেত্রে কী কী আধুনিক চিকিৎসা আছে?
উত্তর : কোমর ব্যথার যেই চিকিৎসাগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ওষুধ, ব্যায়াম। এসব জিনিসের পরামর্শ দিয়ে আমরা প্রথম কোমর ব্যথার চিকিৎসা করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমরা অন্য কোনো অপারেটিভ পদ্ধতিতে চলে যাই। অধিকাংশ ক্ষেত্রে কনজারভেটিভ ব্যায়াম বা নিয়মকানুন দিয়ে এর চিকিৎসা করি। তবে অনেক সময় দেখা যায় যে টিউমার রয়েছে বা হাড় ভেঙে গেছে, সে ক্ষেত্রে এগুলো দিয়ে কোনো লাভ হয় না। তখন শুরুতেই তাকে সার্জারিতে যেতে হয়।
কোমর ব্যথার প্রধান যে কারণগুলো রয়েছে ডিস্ক ফেটে গিয়ে, বাইরে বের হয়ে এলো—সেই ক্ষেত্রে এখন আধুনিক যে চিকিৎসা রয়েছে, সেখানে অস্ত্রোপচারের সময় বড় রকম কাটাছেঁড়া না করে, একটি ছিদ্র করেই আমরা এর সমাধান করতে পারি।
ডিস্কটা যে বের হয়ে আসে, সেখানে প্রচলিত পদ্ধতিতে আমরা মাঝবরাবর একটু বড় করে কেটে, ওখান থেকে নার্ভগুলো সরিয়ে বা মাংসপেশিগুলো সরিয়ে ডিস্কটা বের করে নিয়ে আসি। তবে আধুনিক যেই চিকিৎসা, তাকে বলা হয় পারকিউটেনিয়াস অ্যান্ডোস্কোপিক ডিস্ক সার্জারি। এ ক্ষেত্রে সরাসরি চামড়ার ভেতর একটি অ্যান্ডোস্কোপিক ডিস্ক সার্জারি করি। এতে আট মিলিমিটার কাটা হয়। এতে পরবর্তীকালে কোনো সেলাই দেওয়া লাগে না। অজ্ঞানও করা লাগে না। শুধু স্থানীয়ভাবে ওই জায়গা অবশ করে, আমরা আট মিলিমিটারের মতো একটি ইনসিশন দিয়ে, যন্ত্রটি ডিস্কের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে ডিস্কের যে অংশটি ব্যথা তৈরি করছে, সেটাকে ওখান থেকে বের করে নিয়ে চলে আসছি। এতে দেখা যাচ্ছে, রোগী অস্ত্রোপচারের ১০ মিনিট পর হাঁটতে পারে। তার কোনো ব্যথা থাকে না। রোগী একদিনের ভেতর বাড়ি চলে যেতে পারে। রোগীর কোনো সমস্যা থাকে না। দুই সপ্তাহের মধ্যে সে তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে। যেসব রোগী অস্ত্রোপচারে ভয় পায়, যেতে চায় না, তাদের জন্য আমি বলব এটি খুব ভালো সমাধান। একে অস্ত্রোপচার বললে বেশি বলা হয়, এটি একটি পদ্ধতি। অজ্ঞান না করেই আমরা ব্যথা ভালো করে দিতে পারলাম। কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং এটি হলো সবচেয়ে আধুনিক চিকিৎসা। কোমর ব্যথার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য একটি চিকিৎসা।