কোমর ব্যথায় পারকিউটেনিয়াস ডিস্ক সার্জারি চিকিৎসা কোথায় হয়?
কোমর ব্যথার ক্ষেত্রে ডিস্ক ফেটে বাইরে বের হয়ে এলে বর্তমানে যে আধুনিক চিকিৎসা করা হয়, সেটি পারকিউটেনিয়াস অ্যান্ডোস্কোপিক ডিস্ক সার্জারি। বাংলাদেশে কিছু বেসরকারি পর্যায়ে এখন এই চিকিৎসা হচ্ছে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৪১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. নুরুজ্জামান খান। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পারকিউটেনিয়াস অ্যান্ডোস্কোপিক ডিস্ক সার্জারি এখন দেশে কোথায় হচ্ছে? আর এটি কতটুকু সহজলভ্য?
উত্তর : কেবল আমাদের দেশে নয়, পুরো বিশ্বব্যাপী এটি একটি নতুন চিকিৎসা পদ্ধতি। একটু ব্যয়বহুল প্রযুক্তি। কারণ, এতে যে যন্ত্রপাতির সহযোগিতা লাগে, সরকারি সেক্টরে আমরা এই যন্ত্রপাতির সহযোগিতা এখনো কোথাও নিতে পারিনি। আমি যে মেডিকেলে কাজ করি, সেখানে এখন করতে পারিনি। আমার ব্যক্তিগত যন্ত্রপাতি, সেগুলো দিয়ে আমি সোহরাওয়ার্দী মেডিকেলে কিছু অস্ত্রোপচার করেছি।
আর ব্যক্তিগতভাবে আমি মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা রাজধানীর ধানমণ্ডি ৮-এ, সেখানে এই অস্ত্রোপচারগুলো করি।
প্রশ্ন : অনেক ব্যথার রোগী অস্ত্রোপচার করতে ভয় পায়। ভাবে, হয়তো আরো খারাপের দিকে যাবে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী?
উত্তর : একটি অসুখের বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে। তবে আমাদের কাছে যখন রোগী আসে, তখন সেই অসুখের ক্ষেত্রে সর্বোচ্চ ভালো সমাধান যেটি, সেটি আমরা দিয়ে থাকি। এখন রোগী যদি চিকিৎসা না নিতে চায়, অবশ্যই সে ভুগতে থাকবে। যেমন ধরুন, একটি মস্তিষ্কের টিউমারের রোগী আমার কাছে এলো, তাকে বলা হলো আপনি অস্ত্রোপচার করেন, নয়তো আপনার চোখটা নষ্ট হয়ে যাবে। এখন সে হয়তো অস্ত্রোপচার করল না, তখন সে তো অন্ধ হয়ে যাবে।
ঠিক একই রকমভাবে কোমর ব্যথার জন্য যদি চিকিৎসা অস্ত্রোপচার হয়, সে যদি অস্ত্রোপচার না নিয়ে, থেরাপি ও ওষুধ নিয়ে চেষ্টা করে, তখন দেখা যাবে তার ভোগান্তিটা বাড়তেই থাকবে। একটি সময় এমন আসবে, সে প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং তার পায়খানা-প্রস্রাব আটকে যেতে পারে। এতে দেখা যাবে তাকে সারা জীবন ক্যাথেডার দিয়ে কাটাতে হবে।
প্রশ্ন : অনেকেই কোমর ব্যথার চিকিৎসায় দেশের বাইরে যান। কতটুকু ভালো চিকিৎসা পান তারা?
উত্তর : আমাদের দেশের মানুষ একটুতেই দেশের বাইরে চলে যাচ্ছে। সাধারণ সর্দি-কাশি জ্বরেও দেশের বাইরে চলে যাচ্ছে অনেকে। আসলে এভাবে চিন্তা করা ঠিক নয়। কারণ, আমাদের দেশে অনেক ভালো ভালো চিকিৎসক রয়েছেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক রয়েছেন। আমি যেই চিকিৎসার কথা বললাম, সেটি দেশের বাইরে খুব অল্প কিছু সেন্টারে হচ্ছে। সুতরাং আপনি দেশের বাইরে গেলেই এই চিকিৎসা পাবেন না। আপনি যদি নিজের দেশে আপনার অসুখের জন্য ভালো চিকিৎসক খুঁজে না পান, তাহলে কীভাবে আপনি একটি অপরিচিত জায়গায় ভালো চিকিৎসক খুঁজে পাবেন?