কিডনি রোগ প্রতিরোধে কী করবেন?
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই কিডনি রোগ হওয়ার আগেই এর প্রতিরোধ করা ভালো। কিডনির বিভিন্ন রোগের প্রতিরোধ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭৪৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. জাহাঙ্গীর কবীর।
প্রশ্ন : কিডনি রোগ প্রতিরোধে কী করবেন?
উত্তর : আমাদের একটি প্রচলিত রোগ হলো গ্লোমেরুলস নেফ্রাইটিস। এটি সাধারণত শিশুদের ক্ষেত্রে হয়। গলাব্যথা বা খোসপাঁচড়ার কারণে এটি হতে পারে। এটা হলে আপনি দেখবেন যে অনেক সময় চিকিৎসাও লাগে না। আপনাআপনি ভালো হয়ে যায়।
তবে একে এড়িয়ে না গিয়ে তখন যদি এর চিকিৎসা করেন, তাহলে পরবর্তী সময়ে কিডনির বিভিন্ন সমস্যা প্রতিরোধ করা যায়।
আর যেটি এখন সারা পৃথিবীতে এক নম্বর কারণ হয়ে যাচ্ছে, সেটি হলো ডায়াবেটিস। আমাদের দেশেও এক নম্বর কারণ হয়ে যাচ্ছে এটি। আরেকটি হলো ব্লাড প্রেশার। তাই ডায়াবেটিস ও ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে।