চিকুনগুনিয়া প্রতিরোধ করবেন যেভাবে
চিকুনগুনিয়া থেকে রেহাই পেতে মশার বংশবিস্তার রোধ করা জরুরি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৪৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক মো. আবদুল জলিল চৌধুরী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকুনগুনিয়া কীভাবে প্রতিরোধ করতে হবে?
উত্তর : ডেঙ্গু আর চিকুনগুনিয়া দুটোই প্রচলিত। এরপর জিকা ভাইরাস আছে। সবগুলো ছড়ায় কিন্তু একটি মাসে। তাই মশা যেন জন্ম না নিতে পারে সেই ব্যবস্থা যদি আপনি করতে পারেন, তাহলে ভালো হয়।
যেখানে বদ্ধ পানি থাকে, সেখানে এসব মশা জন্মায়। এরা আবার ভদ্র মশা। ভালো পানিতে জন্মায়। তবে এখন দেখা যাচ্ছে আবার ময়লা পানিতেও জন্মায়। বাড়িতে যে ফুলের টব আছে, ডাব খেয়ে যে খোসাটা আছে, টায়ারে যে পানি জমে আছে সেখানে জন্মায়। আবার ঘরের যেকোনো জায়গায় পানি জমতে পারে, ছাদে পানি জমে-সেখানে এই মশাগুলো জন্মাতে পারে।
এরপর আসে সরকারি পর্যায়ে মশা প্রতিরোধের বিষয়। সরকার নিশ্চয়ই মশা নিধনে ব্যবস্থা নিচ্ছে। এতে ম্যালেরিয়াও প্রতিরোধ হবে, ডেঙ্গুও প্রতিরোধ হবে, চিকুনগুনিয়াও প্রতিরোধ হবে।
আর একটি হলো নিজে প্রতিরোধ করতে হবে। ঘরে মশারি ঝুলান। এখন তো ফ্যাশন হয়ে গেছে কেউ মশারি ঝোলাতে চায় না। তবে মশারি ঝোলাতে হবে। এ ক্ষেত্রে নিজের, পরিবারের ও রাষ্ট্রের- সবার সচেতন থাকা উচিত।