প্লাস্টিক সার্জারির খরচ কেমন?
বাংলাদেশে প্লাস্টিক সার্জারি সরকারি ও বেসরকারি দুই পর্যায়ে হয়। সরকারিতে কোনো খরচ লাগে না। তবে বেসরকারিতে একটু বেশি খরচ লাগে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৪৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আশরাফুজ্জামান। তিনি মুগদা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারির সাবেক বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক।
প্রশ্ন : প্লাস্টিক সার্জারির খরচ কেমন?
উত্তর : আমাদের দেশে তো দুই রকমের চিকিৎসা। একটি হলো আমাদের সরকারি হাসপাতাল। ঢাকা মেডিকেলে আমাদের একটি বার্ন ইউনিট আছে, সেটি তো আপনি জানেন। এ ছাড়া এখন বার্ন ইউনিট অনেক জায়গায় রয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শহরের মধ্যে চলে এসেছে। বার্ন ইউনিট, প্লাস্টিক সার্জারি একসঙ্গে কাজ করে। সেখানে গেলে কোনো খরচ লাগবে না। খাওয়া-থাকা এসবের কোনো খরচ নেই। একটু সময় দিতে হবে। কারণ, রোগী সরকারি হাসপাতালে একটু বেশি থাকে।
প্রশ্ন : একটু অব্যবস্থাপনা কি এখানে চলে এসেছে?
উত্তর : এখানে রোগী বেশি থাকবে। এখন ঢাকা মেডিকেল রোগী রয়েছে ধরেন চারশ। এত রোগীর মাঝখানে সার্ভিস দেওয়া তো কঠিন। আর একটি হলো বেসরকারিভাবে চলে আসে। এখানে অনেক খরচ।
জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা বাচ্চা এগুলোর ক্ষেত্রে এখন আমাদের দেশে বিভিন্ন এনজিও কাজ করছে। তারা বিনামূল্যে এগুলো করে। আমরাও বাইরে গিয়ে চিকিৎসা দিচ্ছি। মানুষের দোরগোড়ায় গিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। কোনো পয়সা নেওয়া হচ্ছে না। সরকারি হাসপাতালেও কোনো পয়সা নেওয়া হচ্ছে না।
প্রশ্ন : বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তো কম?
উত্তর : হ্যাঁ, সেটি তো অবশ্যই। অন্য দেশের তুলনায় তো অবশ্যই কম।