ফুসফুসে পানি আসা সমস্যার চিকিৎসা কী?
কারণ ভেদে ফুসফুসে পানি আসার সমস্যার চিকিৎসা করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৫৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে বক্ষব্যাধির বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফুসফুসের সমস্যা নিয়ে রোগীরা গেলে প্রাথমিকভাবে কী পরামর্শ দেন?
উত্তর : যে পানি এসেছে সেটি কী কারণে এসেছে সেটি বের করতে আমরা রোগ নির্ণয় করি। আমরা আগে এক্স-রে করে দেখি পানি আছে কি না। আল্ট্রাসোনোগ্রাম করি। এগুলো করার পর আমরা পানি বের করি। পানি এসপিরেশন করে আমরা রোগ নির্ণয় করি। রোগ নির্ণয় করার পর আমরা ওই অনুযায়ী চিকিৎসা দেই। পানি না বের করা হলে শ্বাসকষ্ট হয়।
প্রশ্ন : এর জন্য কী ধরনের চিকিৎসা দেন? চিকিৎসা নির্ভর করছে কীসের ওপর?
উত্তর : রোগীর যদি নিউমোনিয়া থাকে, তাহলে তাকে আমরা নিউমোনিয়ার চিকিৎসা দেব। নিউমোনিয়াতে যে অ্যান্টিবায়োটিক কাজ করে, সেই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করব। টিউবার কলোসিস হলে আমরা অ্যান্টিটিবির ওষুধ দেব। এটি দীর্ঘমেয়াদে। নিউমোনিয়ার জন্য যদি ফুসফুসে পানি আসে, সেটা দুই থেকে তিন সপ্তাহের ভেতর ভালো হয়ে যায়। আর কিছু হয়তো এর চেয়ে বেশি থাকে। আর যদি টিউবার কলোসিসের জন্য হয়, অ্যান্টিটিবি দিয়ে অন্তত ৬ মাসের চিকিৎসা করতে হবে। আর যদি ক্যানসার হয়, তাহলে ক্যানসারের চিকিৎসা করতে হবে। আর পালমোনারি সংক্রমণ যদি হয়, এর চিকিৎসা করতে হবে। কী কারণে হয়েছে, সেটি বের করে তার চিকিৎসা করতে হবে।