চোখের আঘাতজনিত সমস্যা প্রতিরোধে করণীয়
ধান মাড়াইয়ের সময় ধান চোখে যাওয়া, রাস্তার ধুলাবালি চোখে যাওয়া ইত্যাদি কারণে চোখ আঘাতপ্রাপ্ত হয়। এসবের কারণে চোখে বিভিন্ন সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা প্রতিরোধে করণীয় কী?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৫তম পর্বে কথা বলেছেন ডা. নাফিস আহম্মেদ চৌধুরী। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চোখের ভেতর অনেক সময় রাসায়নিক দ্রব্য পড়ে, ধুলা-ময়লা পড়ে, ফুলের রেণু পড়ে, কিংবা কৃষকদের ক্ষেত্রে ধান মাড়াইয়ের পরে ধান পড়ে। এসব ক্ষেত্রে যেন এই দুর্ঘটনা না হয় সে জন্য আপনার পরামর্শ কী?
উত্তর : আসলে এটি নির্ভর করে ব্যক্তির পেশার ওপর। গ্রামে কর্নিয়াল আলসার যেটি হয় সেটি আমার বেশির ভাগ ক্ষেত্রে পাই কৃষকদের মধ্যে। ধানের পাতা বা পাটের পাতা চোখে লেগে যায়। অথবা মাটি কোপানোর সময় হঠাৎ করে মাটি পড়ে। তাদের চশমা পড়ার জন্য উৎসাহী করা খুব জরুরি। আবার চোখের যে ময়লা পড়ার সমস্যা, এটি আমরা বেশির ভাগ ক্ষেত্রে পাই যারা বাইক চালায় তাদের ক্ষেত্রে। অথবা যারা ধুলা বা ঝড়ের ভেতর বাইরে থাকে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে চোখে ধুলা চলে যায়। যারা মোটরসাইকেল চালাবেন, তাঁরা সানগ্লাস পরবেন। ঝড় বা ধুলার সময় সুরক্ষার জন্য যেন একটি সানগ্লাস সঙ্গে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তাহলে এই সমস্যাগুলো হওয়ার আশঙ্কা কমে যাবে।
আর যেসব শিক্ষার্থী ল্যাবরেটরিতে কাজ করে, তাদের সাবধান থাকতে হবে। আরেকটি বিষয় হলো ডমেসটিক ভায়োলেন্স। কারো সঙ্গে কারো শত্রুতা থাকলে বা না পছন্দ করলে এসিড মারে। এটিও চোখের ক্ষতি করে।
আবার চুন বা চুনজাতীয় দ্রব্য কোনো কারণে চোখে চলে গেলে ক্ষতি করে। অথবা যারা ওয়াইট ওয়াশ করছে, তাদের হয়তো চোখে চুন গেল, তাদের ক্ষেত্রে পরামর্শ হলো চশমা পরতে হবে। এভাবে সুরক্ষা নিতে হবে।
যদি পড়েও যায় তাহলে তাৎক্ষণিকভাবে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসকের কাছে যাওয়ার আগে চোখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। তাহলে তার ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকবে।