বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করান
সাধারণত চল্লিশ বছরের পর থেকে চোখের দৃষ্টিশক্তির সমস্যায় অনেকেই ভোগেন। আবার চশমা নেওয়ার পরও চিকিৎসকের পরামর্শ নিয়ে মাঝে মাঝে ‘পাওয়ার’ সমন্বয় করার প্রয়োজন পড়ে। বিশেষজ্ঞদের মতে, চোখে অন্যান্য সমস্যা না থাকলে বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো জরুরি।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৫তম পর্বে কথা বলেছেন ডা. নাফিস আহম্মেদ চৌধুরী। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চশমার পাওয়ার অনেকের পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে চশমার পাওয়ার কতদিন পরপর পরিবর্তন করা দরকার?
উত্তর : আসলে অন্য কোনো রোগ না থাকলে বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করা ভালো। আর গ্লুকোমা থাকলে আমরা বলি চার মাস পরে আসবেন। আবার যদি ডায়াবেটিসের জটিলতা থাকে, তাহলে বলি ছয় মাস পরপর একবার আসতে হবে। আর শুধু যদি পাওয়ারের সমস্যা থাকে, তাহলে প্রতিবছর অন্তত একবার করতে হবে।
পাওয়ার কিন্তু কয়েক ধরনের আছে। মাইনাস, প্লাস। আবার বয়সের কারণে একটি আছে। যাদের বয়স চল্লিশ হবে, তাদের কিন্তু একটি চশমা লাগে। যাকে আমরা চালশে বা বয়সজনিত পাওয়ারের সমস্যা বলে থাকি।
বয়সের সঙ্গে সঙ্গে চোখে আরো সমস্যা হতে পারে। এই ধরনের রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য আগেভাগে রোগনির্ণয় খুব গুরুত্বপূর্ণ। তাই বছরে অন্তত একবার দেখানো উচিত।