দেশে লেসিক চিকিৎসার খরচ কেমন?
বাংলাদেশে এখন সরকারি-বেসরকারি সব পর্যায়ে লেসিকের চিকিৎসা হচ্ছে। এর খরচ কেমন? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৭৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালের গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : লেসিক চিকিৎসার খরচ কেমন?
উত্তর : আমার মনে হয়, সরকারিভাবে যেসব ইনস্টিটিউটে লেসিক রয়েছে, সেখানে আমি যতটুকু শুনেছি ১৫/১৬ হাজার টাকায় লেসিক করা সম্ভব, প্রতি চোখে। তবে বেসরকারি সংস্থায় অবশ্যই খরচ বেশি হবে। সেখানে প্রায় ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৫০/৬০ হাজার টাকা পর্যন্ত। সেটাও তো অন্য যেকোনো দেশের তুলনায় খরচ কম। অন্য যেকোনো উন্নত বিশ্বের তুলনায় অনেক কম। আরেকটি লেসিক রয়েছে ব্লেড লেস লেসিক। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এটি রয়েছে। এর খরচ একটু বেশি হবে। কারণ, চোখের যে পুরুত্বটা কমানো হয়, ব্লেডের মাধ্যমে এর ইনসিশনটা দিতে হয়। তবে ব্লেড না হয়ে আমি যদি লেজারের মাধ্যমে দিই, তাহলে সেটি আরো নিখুঁত হয়। এর খরচ আমি শুনেছি আরো বেশি।