হেডনেক ক্যানসারের চিকিৎসা কী?
হেডনেক ক্যানসারের অন্যতম চিকিৎসা অস্ত্রোপচার। তবে এটি না করা গেলেও অন্যান্য চিকিৎসা রয়েছে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৭৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবু হানিফ। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এর চিকিৎসা কী? সব ধরনের চিকিৎসা কি বাংলাদেশে রয়েছে?
উত্তর : হেডনেক ক্যানসারের প্রথম চিকিৎসা সার্জারি। অগ্রবর্তী পর্যায়ে তাদের রেডিওথেরাপি-কেমোথেরাপি দিতে হয়। কিছু রোগী রয়েছে, যাদের অস্ত্রোপচার করতে পারি না, তখন তাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপির জন্য পাঠিয়ে দিই।
এসব রোগীর ফলাফলের মধ্যে তারতম্য আছে। যেমন জিহ্বার কথা বলি, জিহ্বার যেগুলো দুই সেন্টিমিটারের নিচে, সেগুলো যদি আমরা সঠিকমতো সার্জারি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে ৯৯ ভাগ রোগী ১০ বছর বেঁচে যাচ্ছে। সেটি যদি আবার দুই সেন্টিমিটারের বেশি হয়ে যায়, তখন দেখা যায় ৮৫ ভাগ হয়ে যাচ্ছে।
এ ধরনের চিকিৎসা এখন বাংলাদেশে সহজেই পাওয়া যায়। বাংলাদেশে অনেক ভালো ভালো সেন্টার রয়েছে, ভালো সার্জন রয়েছে। সেখানে এসব অস্ত্রোপচার করা সম্ভব। এসব রোগীর সব ধরনের চিকিৎসা আমরা দিতে পারি।