বর্ষায় ত্বকের র্যাশ কমানোর ঘরোয়া উপায়
বর্ষাকালে স্যাঁতস্যেঁতে ভাব, অতিরিক্ত পানির সংস্পর্শে আসা ইত্যাদি কারণে ত্বকের বিভিন্ন সমস্যা হয়। এর মধ্যে ছত্রাক সংক্রমণ একটি। এ থেকে চুলকানি হয়। একপর্যায়ে শরীরে র্যাশ হতে পারে। র্যাশ কমানোর ঘরোয়া কিছু উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. ঠান্ডা চাপ
র্যাশ থেকে যদি ফোসকা হয়, তাহলে ঠান্ডা চাপ দিতে পারেন। একটি আইসকিউব নিন। একে একটি শুকনো তোয়ালে দিয়ে মুড়িয়ে আক্রান্ত স্থানে চাপ দিন। এভাবে কয়েকবার করুন। ১০ থেকে ১৫ মিনিট বিরত দিন। এরপর আবার করুন। এতে ধীরে ধীরে ফোলাভাব কমবে। ত্বকের চুলকানিভাব কমাতেও এটি উপকারী।
২. নিম
নিম ত্বকের র্যাশ কমানোর বেশ চমৎকার ঘরোয়া উপাদান। একমুঠো নিমপাতা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করুন। ঠান্ডা হয়ে এলে এই পানি দিয়ে গোসল করুন। এটি র্যাশ কমাতে সাহায্য করবে। নিমের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এটি ত্বকের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।