মধু ব্যবহার করতে পারেন তিন স্বাস্থ্য সমস্যায়
মধুর রয়েছে অনেক ওষুধি গুণ।এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। তাই এটি স্বাস্থ্যের জন্য উপকারী।
বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় মধুর ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকে। তিন স্বাস্থ্য সমস্যায় মধু ব্যবহারের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
কাঁটাছেড়ায়
হালকা কাটাছেঁড়ায় মধু ব্যবহার করতে পারেন। মধু প্রাকৃতিক অ্যান্টি স্যাপটিকের মতো কাজ করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এটি ক্ষতকে প্রশমিত করে নিরাময়ে সাহায্য করে। এ ছাড়া মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ অক্সিডেস নামের আরেকটি প্রয়োজনীয় উপাদান। এই উপাদান হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে। এটি কাঁটাছেড়ার নিরাময়ে উপকারী।
গবেষণায় বলা হয়, মধুর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও হাইড্রোজেন পার অক্সাইড উপাদানের জন্য এটি সংক্রমণের সঙ্গে লড়াই করে।
আক্রান্ত স্থানে মধুর প্রলেপ লাগান। এর পর গজ বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। দিনে কয়েকবার কাঁটা স্থানে মধু লাগাতে পারেন।
হালকা পোড়ায়
রান্না করার সময় হালাকা পুড়ে যাওয়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই রয়েছে। মধু পোড়া স্থানকে প্রশমিত করে এবং নিরাময়ে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য সংক্রমণ প্রতিরোধ হয়।
মধু নিয়ে অ্যান্টিবায়োটিক ওয়েনমেন্টের মতো আক্রান্ত স্থানে প্রলেপ লাগান। তবে মধু লাগানোর আগে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানে পানি ঢালুন।
সিজনাল অ্যালার্জি
মধু নিয়মিত খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সিজনাল অ্যালার্জি রোধে প্রতিদিন এক চা চামচ মধু খেতে পারেন।