ফ্যাটি লিভার : লিভারের কার্যক্ষমতা নষ্ট হলে চিকিৎসা কী?
সাধারণত কিছু ওষুধ ও জীবনযাপনের ধরন পরিবর্তন করে ফ্যাটি লিভার বা লিভারের চর্বির রোগ নিয়ন্ত্রণ করা যায়। তবে সঠিক সময়ে চিকিৎসা না নিলে লিভার সিরোসিস বা ক্যানসার হতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৮৭তম পর্বে কথা বলেছেন ডা.ফারুক আহমেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফ্যাটি লিভারে লিভারের কার্যক্ষমতা হয়তো নষ্ট হয়ে গেলে তার জন্য কী করার আছে?
উত্তর : এই দীর্ঘমেয়াদে প্রদাহের কারণে লিভার সিরোসিস দেখা দিতে পারে। যদি সচেতন না হোন বা ওষুধের চিকিৎসা না করান, লিভার সিরোসিসের রোগীদের মতোই তাদের চিকিৎসা করতে হয়। এর চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্ল্যান্ট করা। তার আগে ডায়াবেটিসের চিকিৎসা করা। তার রক্তে চর্বি বেশি থাকলে তার চিকিৎসা করা। পাশাপাশি যদি তার পেটে পানি আসে,সেগুলোর চিকিৎসা করতে হবে।
প্রশ্ন : লিভার প্রতিস্থাপন করা একটি ব্যয়বহুল ও জটিল চিকিৎসা। বাংলাদেশে এর সুযোগ কতখানি?
উত্তর : বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসাটি শুরু হয়েছিল। এরপর কিছু জটিলতার কারণে এখন হচ্ছে না। তবে আবার কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে আমরা আশাবাদী। আশা করছি লিভার ট্রান্সপ্লানটেশন আবার শুরু হবে।