থাইরয়েড ক্যানসারে কি রেডিওথেরাপি, ক্যামোথেরাপি দেওয়া হয়?
অস্ত্রোপচার, রেডিও আয়োডিন ইত্যাদির মাধ্যমে সাধারণত থাইরয়েড ক্যানসারের চিকিৎসা করা হয়। তবে এই ক্যানসারের ক্ষেত্রে কি রেডিওথেরাপি বা ক্যামোথেরাপি দেওয়া হয়?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৮৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আবু হানিফ। বর্তমানে তিনি জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : থাইরয়েড ক্যানসারের কি রেডিওথেরাপি বা ক্যামোথেরাপির কোনো সুযোগ রয়েছে?
উত্তর : থাইরয়েডের যে কোষ এগুলোর মধ্যে রেডিয়েশনের কোনো প্রভাব নেই। এ জন্য থাইরয়েড ক্যানসারকে আমরা রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি না। অস্ত্রোপচারের পরও তার কোনো ভূমিকা নেই। যেহেতু ভূমিকা নেই, সেজন্য আমরা দেই না। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা অস্ত্রোপচার করতে পারছি না, তবে রোগীকে কিছু চিকিৎসা দিতে চাই, তখন আমরা তাকে রেডিয়েশনের জন্য পাঠাই, যদি তার কিছু লাভ হয়। তবে এর খুব বেশি উপকারিতা সম্পর্কে বইয়ে লেখা নেই।
প্রশ্ন : আর ক্যামোথেরাপি?
উত্তর : আর ক্যামোথেরাপির তেমন কোনো ভূমিকা নেই বললেই চলে। থাইরয়েড ক্যানসার একটি ভিন্ন ধর্মী ক্যানসার।
প্রশ্ন : থাইরয়েড গ্রন্থি খুব গুরুত্বপূর্ণ। বিপাকে সাহায্য করে, জীবন বাঁচানোর প্রশ্ন। অস্ত্রোপচার করে এই অংশটি ফেলে দেওয়ার পর রোগীর করণীয় কী?
উত্তর : তাকে রোগ মুক্ত করতে হলে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। পুরোটা ফেলে দিলে টিথ্রি, টিফোর হরমোন, তৈরি করতে পারে না। এসব হরমোন জীবন রক্ষার জন্য খুব প্রয়োজনীয়। তখন আমরা তাদের বাইরের থেকে সাপ্লিমেন্ট দেই। থাইরক্সিন ট্যাবেলেট প্রতিদিন সকালে খেতে দেই। এভাবে সারাজীবন তা্দের খেতে হয়। থাইরয়েড গ্রন্থির সঙ্গে চারটি ছোট ছোট পেরাথাইরয়েড গ্রন্থি থাকে, এরা শরীরের ক্যালসিয়ামকে ব্যবস্থাপনা করে। অস্ত্রোপচারের সময় আমরা চেষ্টা করি গ্রন্থিগুলো যেন নষ্ট না হয়। এটি নষ্ট না হলে ক্যালসিয়াম আলদা দিতে হয় না। আর এগুলো যদি অস্ত্রোপচারের সময় নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ফেলে দিতে হয়, তাহলে তাকে সারাজীবন ক্যালসিয়াম দিতে হবে। তাহলে আমার প্রধান দরকার থাইরক্সিন। থাইরয়েড থেকে যেই হরমোন তৈরি হয়, সেটি কৃত্রিমভাবে টেবলেটের মাধ্যমে দেই। এরপর সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে।