হার্টের ভালভের চিকিৎসায় কী করবেন?
হার্টের ভালভের ভালো চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। হার্টের ভালভের চিকিৎসা কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৮৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. শফিকুর রহমান পাটওয়ারী। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি চাকরিতে কর্মরত ।
প্রশ্ন : হার্টের ভালভের চিকিৎসায় করণীয় কী?
উত্তর : ভালভের সমস্যায় আমরা গ্রেডিং করি। ভালভ অল্প আক্রান্ত হতে পারে, মধ্যমমানের আক্রান্ত হতে পারে, বেশি পরিমাণে ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে তিনটি লেভেলিং করা হয়। এর জন্য ইকোকার্ডিওগ্রাফি হলো সঠিক পরীক্ষা। আলট্রাসাউন্ডের মাধ্যমে হার্টের ভালভের অবস্থাগুলো বোঝা যায়। ইকোর মাধ্যমে একে গ্রেডিং করা হয়। দেখা হয়, এটি গুরুতর ক্ষতিগ্রস্ত, নাকি মধ্যমমানের ক্ষতিগ্রস্ত, নাকি অল্প পরিমাণে ক্ষতিগ্রস্ত? এখন যদি অল্প পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, সেটি ওষুধেই চলবে। অল্প ক্ষতিগ্রস্ত হলে কিছু নিয়মকানুন মেনে চললে, কিছু ওষুধ খেলে সে ভালো থাকবে। মধ্যমমানের ক্ষতিগ্রস্ত হলে, তেমন কোনো সমস্যা না থাকলে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারলে ওষুধপত্রের মাধ্যমে চিকিৎসা করা যায়। যদি দেখা যায় যে মধ্যমমানের ক্ষতিগ্রস্ত কিন্তু রোগীর সমস্যা হচ্ছে, রোগী স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটছে, তখন তো অন্য রকম চিকিৎসায় যেতে হবে। এ ক্ষেত্রে ভালভ আক্রান্ত হলে দুই ধরনের চিকিৎসা রয়েছে। একটি ইন্টারভেনশন চিকিৎসা, আরেকটি সার্জিক্যাল চিকিৎসা। ভালভ চিকন হয়ে গেলে আমরা পিটিএমসির মাধ্যমে ভালভকে মোটা করে দিতে পারি। এওটিক ভালভ অনেক সময় ভালভুলো প্লাস্টি করা যায়। পালমোনারি ভালভ স্টোনোসিসের ক্ষেত্রে ইন্টারভেনশনের মাধ্যমে মুখ না কেটে অস্ত্রোপচার না করে চিকিৎসা করা যায়।
আর ভালভ বেশি ক্ষতিগ্রস্ত হলে সে ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন। সার্জারির মাধ্যমে ভালভ পরিবর্তন করে নতুন কোনো ভালভ লাগিয়ে দেওয়া হয়।