পেটের সার্জিক্যাল চিকিৎসায় কখন ল্যাপারোস্কোপির ব্যবহার হয়?
পেটের সার্জিক্যাল চিকিৎসায় এখন ল্যাপারোস্কোপির ব্যবহার খুব প্রচলিত। পেটের বিভিন্ন সমস্যায় এই সার্জারি করা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সরদার এ নাঈম। বর্তমানে তিনি জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি বাংলাদেশে বহু বছর ধরে হচ্ছে, বিশেষ করে পিত্তথলির। এই বিষয়ে আপনি পথিকৃৎ। বাংলাদেশে এটি আপনি প্রথম শুরু করেন, এটি আমরা জানি। তবে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে অন্যান্য অস্ত্রোপচার অনেক বিস্মৃতি লাভ করেছে। দিনে দিনে অনেক আধুনিক হচ্ছে। পেটের অস্ত্রোপচারে ল্যাপারোস্কোপি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে?
উত্তর : আসলে ফ্রান্সে প্রথম ল্যাপারোস্কোপি সার্জারি শুরু হয়, পিত্তথলি দিয়ে। এটা হয় ১৯৮৭ সালে। আমি ১৯৮৯-এ জাপানে ছিলাম। যখন জাপানে শুরু হলো পথিকৃৎ দলের একজন হিসেবে কাজ করে ১৯৯১ সালে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। ১৯৯১-এ যখন এ সার্জারি বাংলাদেশে আসে, তখন পার্শ্ববর্তী অনেক দেশে এ সার্জারি ছিল না। সুতরাং আমরা এই মাঠে আসলেই অনেক এগিয়ে আছি। শুরু আমরা করেছিলাম পিত্তথলি দিয়েই। তবে পরবর্তীকালে ল্যাপারোস্কোপির মাধ্যমে পেটের সব সার্জারি এখন আমরা করতে পারি। শুধু সিজারিয়ান সেকশন ছাড়া। বাচ্চা হওয়ার অস্ত্রোপচারটি ছাড়া, ল্যাপারোস্কোপি দিয়ে পেটের প্রায় সব সার্জারি করা যায়। বিশেষ করে, বাংলাদেশে পিত্তথলি, অ্যাপেনডিক্স, হার্নিয়া করা যায়। যেসব হার্নিয়া আমরা বাইরে থেকে কেটে ঠিক করতাম, এগুলো ল্যাপারোস্কোপি দিয়ে করতে পারি। এমনকি গাট সার্জারি, লিভার, প্যানক্রিয়াস—এ ধরনের সার্জারিগুলো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি। ইউরোলজির অনেক সার্জারি হচ্ছে। ল্যাপারো কথার অর্থ হলো পেট। আমরা এত দিন অস্ত্রোপচার করতাম ল্যাপারোটমি করে। মানে পেট কেটে। এখন করা হয় ল্যাপারোস্কোপি করে। ল্যাপারোস্কোপ পেটের মধ্যে ঢুকিয়ে, খালি চোখে যতটুকু দেখা যায়, তার চেয়ে ২০ গুণ বড় করে দেখে আমরা অস্ত্রোপচার করতে পারি।
শুধু একটি সমস্যা। যেই অস্ত্রোপচার সরাসরি পেটের মধ্যে ডাক্তার দেখে করত, সেটি এখন পেটের মধ্যে করা অবস্থায় তাকে দেখতে হচ্ছে টেলিভিশন মনিটরে। এর জন্য যে বিশেষ প্রশিক্ষণ দরকার হয়, সেটি নিয়ে নিলে এটি কোনো বিষয় নয়।