কম রক্তপাতে ল্যাপারোস্কোপিক সার্জারি
ল্যাপারোস্কোপি আধুনিক একটি সার্জারি। এই সার্জারিতে সাধারণত রক্তপাত কম হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সরদার এ নাঈম। বর্তমানে তিনি জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ল্যাপারোস্কোপির সার্জারিতে রক্তপাত কম হওয়ার কারণ কী?
উত্তর : এখন আসলে প্রযুক্তির অগ্রগতি আমাদের অনেক সাহায্য করেছে। আমরা যেসব ডিভাইস দিয়ে বড় বড় ভ্যাসেল কাটি, দেখা যায় এক ফোঁটা রক্তপাত হয় না। যেগুলো আগে আমাদের সুতো দিয়ে বেঁধে বেঁধে কেটে যেতে হতো। এ জিনিসগুলোতে আমাদের অনেক সুবিধা হয়েছে।
আর ল্যাপারোস্কোপি দিয়ে যখন সার্জারি হয়, পেটের ভেতর যদি রক্তপাত হয়, তাহলে দৃশ্য দেখতে অসুবিধা হয়ে যায়। ওপেন সার্জারিতে, যেমন—গজ, মব দিয়ে রক্তকে পরিষ্কার করতে পারি, ল্যাপারোস্কোপিতে পরিষ্কার করতে গেলে সময় বেড়ে যেতে পারে। তবে এগুলো নির্ভর করে অভিজ্ঞতার সঙ্গে। আমার মনে আছে, জাপানে যখন প্রথম সার্জারিটা করলাম ছয় ঘণ্টা লেগেছিল করতে। অথচ এখন আমি একটি পিত্তথলির অস্ত্রোপচার ছয় মিনিটেও করতে পারি।
বাংলাদেশে আমরা ১৯৯১ থেকে করছি। এখন কেবল আমি নই, আমার সঙ্গে আরো কয়েকশ জেনারেল সার্জন, এখন প্রায় সবাই ল্যাপারোস্কোপিক সার্জন।