ল্যাপারোস্কোপি সার্জারির সুবিধা কী?
ওপেন সার্জারির (বড় করে পেট কেটে অস্ত্রোপচার) তুলনায় ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা অনেক। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০৩তম পর্বে কথা বলেছেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সরদার এ নাঈম।
প্রশ্ন : ল্যাপারোস্কোপি আমাদের কী সুবিধা দিচ্ছে?
উত্তর : পেট কাটা আর না কাটার তফাত তো আমরা বুঝতেই পারি। একজন রোগীকে যেমন পেট কাটলে সাত দিন হাসপাতালে রাখতে হয়, ল্যাপারোস্কোপিতে আমরা একদিনেই ছেড়ে দিতে পারি। ব্যথা নেই, সৌন্দর্যহানি হয় না, অ্যান্টিবায়োটিকের পরিমাণ কমে যায়, সংক্রমণের পরিমাণ কমে যায়, রোগী অনেক বেশি আরাম পায়, বাড়িতে একদিনে চলে যেতে পারে।
হয়তো ল্যাপারোস্কোপি দিয়ে যেটি হবে না, সেটি ওপেন করে করতে হয়। রোগীর নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। কোনো একজন সার্জন যদি অস্ত্রোপচার করতে গিয়ে প্রযুক্তিগতভাবে বিপদে পড়ে যান, তাকে আমরা পরামর্শ দিই, আপনি একে ওপেন করেন এবং এরপর ব্যবস্থাপনা করেন। রোগীকে অসুবিধার মধ্যে ফেলবেন না।
আর একটি বিষয় বলি, ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা যে সুবিধাটা পাই, সেটি হলো এর মধ্যে ক্যামেরা ঢোকালে আমরা ওপরে-নিচে যেভাবে দেখতে পাই, ওপেন করলে সেটি পারা যায় না। এতে ল্যাপারোস্কোপি করতে গিয়ে অন্য রোগ নির্ণয়ও হয়ে যায়।
আমি মনে করি, একটি পিত্তথলির পাথরের সার্জারিতে ওপেনে যেমন খরচ হবে, ল্যাপারোস্কোপিতে প্রায় একই খরচ হবে। তবে সুবিধা অনেক। তাই এটি করা ভালো।