লিভার ট্রান্সপ্ল্যান্ট করলে কি দাতার ক্ষতি হয়?
লিভার মানুষের শরীরে একটিই থাকে। তাহলে লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন )করা হলে দাতার কি কোনো ক্ষতি হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৯৪তম পর্বে কথা বলেছেন ডা. মো. গোলাম আযম। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে জিএইচপিডি বিভাগের ইউনিট-প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : লিভার ট্রান্সপ্ল্যান্ট করলে যিনি ডোনার (দাতা) তার কি লিভারে সমস্যা হয়?
উত্তর : এটা সৃষ্টির রহস্য যে ওই কাটা লিভারটা কিন্তু আবার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পূরণ হয়ে যায়। তার কোনো সমস্যা হয় না, ঘাটতি থাকছে না। আর যিনি গ্রহণ করলেন তিনি একটি অংশ নিলেন, ওই অংশটা দেড় থেকে দুই মাসের মধ্যে পূর্ণ হয়ে যাবে। একটি লিভার দুই ভাগ হয়ে দুজনের শরীরে পূর্ণাঙ্গ লিভারের কাজ করবে।
প্রশ্ন : একবার যদি কারো লিভার সিরোসিস হয় এবং ট্রান্সপ্ল্যান্ট হয়, তাহলে পরে তাকে কী কী নিয়মকানুন মেনে চলতে হবে?
উত্তর : যেকোনো অঙ্গ ট্রান্সপ্ল্যান্টের পর কিছু মেডিকেশন লাগে, ইমিউনো সাপপ্রেশন লাগে যেন শরীর গ্রহণ করে। লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার ট্রান্সপ্ল্যান্ট করার পরে ইমিউনো সাপপ্রেশন ওষুধগুলো কয়েক বছর লাগে। এরপর ওষুধ ব্যবহার করা বন্ধ করা যায়। কিডনির মতো নয় যে সারাজীবনই নিতে হবে। আরেকটি বিষয় হলো যে কারণে তার হয়েছিল, বি ভাইরাস, সি ভাইরাস সেটি আবার চলে আসল কি না দেখতে হবে। তাহলে সেগুলোর দ্রুত চিকিৎসা করতে হবে।
প্রশ্ন : তার স্বাভাবিক জীবনযাপনে কি কোনো অসুবিধা হবে?
উত্তর : বলা যায়, যে রোগী গ্রহণ করবে সে স্বাভাবিক জীবন যাপনেই ফিরে আসতে পারে যদি সে নিয়ম কানুনের মধ্যে থাকে। আর তার ইমিউনো সাপপ্রেশনগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো যেন বেশি না হয় সেদিকে খেয়াল করতে হবে। নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।