ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে করণীয়
হেপাটাইটিস দিবস আজ। ভাইরাল হেপাটাইটিস এখন বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। কীভাবে হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ করা যায়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. গোলাম আযম। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের জিএইচপিডি বিভাগের ইউনিট-প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে কীভাবে সতর্ক হতে পারি?
উত্তর : যেকোনো শল্যচিকিৎসা, যেখানে সুই, কাঁচি অথবা সার্জিক্যাল যন্ত্রাদি ব্যবহার করতে হয়, সেখানে জীবাণুমুক্তকরণ একটি প্রাথমিক শর্ত। হেপাটাইটিস যেহেতু ভাইরাস দিয়ে হয়, ব্যাকটেরিয়ায় নয়, তাই জীবাণুমুক্তকরণের বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, অনেক সময় এগুলো দূর করা যায় না। তাহলে শল্য প্রক্রিয়া বা সার্জারি করার আগে আমাদের অপারেশন থিয়েটার থেকে শুরু করে অনেকগুলো জিনিস জীবাণুমুক্ত করতে হবে। এটি আমাদের প্রাথমিক শর্ত। আর মানবসৃষ্ট যে সমস্ত বিষয়, সেগুলোতে সচেতন হতে হবে। কেউ মাদক গ্রহণ করে সুইয়ের মাধ্যমে, সেটা তাকে কাউন্সেলিং করতে হবে। তাকে সুপথে ফিরিয়ে আনতে হবে।
প্রশ্ন : সুইয়ের মাধ্যমে একসঙ্গে বসে যারা মাদক নেয়, তাদের বেলায় কী করে ছড়ায়।
উত্তর : সুই যখন একটি মানুষের রক্তের সংস্পর্শে আসে, এক ফোঁটা রক্ত থেকে যে পরিমাণ ভাইরাস সুইয়ের গায়ে লেগে থাকে, যখন একে আবারও আরেকজন ব্যবহার করে, তখন একজন যদি ক্যারিয়ার হয়, প্রত্যেকের হওয়ার আশঙ্কা থাকে। এই লোকগুলো আসলে ভ্যাকসিন নেওয়ার কথা চিন্তাও করে না। নিজের মধ্যে সচেতনতা থাকলে তো সে মাদক নিত না।