চিকুনগুনিয়ার জটিলতা : করণীয়
জয়েন্টে ব্যথা এবং কখনো কখনো দীর্ঘমেয়াদে অবসন্নতা চিকুনগুনিয়ার জটিলতা। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১১তম পর্বে কথা বলেছেন ডা. কে এফ এম আয়াজ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকুনগুনিয়ায় বিশেষ করে এর জটিলতা কী কী হয়? সেই ক্ষেত্রে বিশেষ করে ব্যথা দূর করার জন্য আপনার পরামর্শ কী?
উত্তর : চিকুনগুনিয়ায় জ্বর থাকাকালীন ব্যথা নাশক ওষুধের দরকার পড়ে না। দেওয়া যেতে পারে, যদি আপনি নিশ্চিত হন যে চিকুনগুনিয়া জ্বর হয়েছে। আর তার কিডনির কোনো সম্পর্ক বা লিভারের কোনো সম্পর্ক নেই। আর চিকুনগুনিয়া সেরে যাওয়ার পর যে আরথ্রাইটিসটা হয়, সেটি ব্যবস্থাপনায় স্টেরয়েড, পেইন কিলার দেবেন। তবে আপনাকে জানতে হবে রোগীর কিডনির সমস্যা নেই-জানার পর চিকিৎসক দেবেন।
চিকুনগুনিয়ার পর এখন বিষণ্ণতা কাজ করে। শরীরে ভালো না লাগা, দুর্বলতা, ক্লান্তি লাগে। এটি হতে পারে ছয়দিন, ছয় সপ্তাহ, ছয় মাস, ছয় বছর। আপনি কেমন, আপনার মানসিক অবস্থা কেমন তার ওপর এটি নির্ভর করে। অনেক সময় এরপর সেন্সর নিউরেনাল সমস্যা দেখা দেয়। কেউ কানে একটু কম শোনে, কেউ চোখে একটু কম দেখে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই। তবে সময় লাগতে পারে।
তবে চিকিৎসকের সঙ্গে বোঝা এবং এটি নিয়ে ভয় না পেয়ে জেনে কাজগুলোতে অগ্রসর হওয়া- তাহলে জটিলতা কমানো যাবে।