মাড়ি থেকে রক্ত পড়া প্রতিরোধে করণীয়?
মাড়ি থেকে রক্ত পড়া প্রতিরোধে বেশ আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে রয়েছে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১৪তম পর্বে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মাড়ি থেকে রক্ত পড়া প্রতিরোধে করণীয়?
উত্তর : প্রথমে মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতাটা মেনে চলতে হবে। এটি করতে গেলে নিয়মিত দুবার ব্রাশ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে, আরেকবার হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগেরটাই বড়। কারণ, আমরা সারা দিন যা খেলাম সেটি দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকে। সেটা অবশ্যই পরিষ্কার করে রাতে ঘুমাতে যাওয়া উচিত। কারো যদি প্লাক বা ক্যালকুলাস থাকে, তবে সেটি বের করতে হবে। এটি স্কেলিং করে ঠিক করতে হয়। এটি বের করার সঙ্গে সঙ্গে মাড়ির সংক্রমণটা কমে যায়। তখন রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়।