সোরিয়াসিসের চিকিৎসায় কী করবেন?
চিকিৎসা নিলে সোরিয়াসিস নিয়ন্ত্রণ করে রাখা যায়। সোরিয়াসিসের চিকিৎসায় করণীয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮২৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহাম্মদ আলী। তিনি কর্মজীবনে বিভিন্ন মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশ্ন : চিকিৎসার ক্ষেত্রে করণীয় কী?
উত্তর : হয়তো ভবিষ্যতে একেবারে দূর হওয়ার কোনো পদ্ধতি আসতে পারে। আমরা যখন এমবিবিএস পাস করেছি, দেখেছি অনেক রোগের চিকিৎসা অত ভালো ছিল না। তবে এখন খুব ভালো হয়েছে। সোরিয়াসিসের বেলায় আমরা আশা করি, অদূর ভবিষ্যতে আরো উন্নত হবে। সবকিছু এগোচ্ছে, এটাও হয়ে যাবে হয়তো।
এখন পর্যন্ত যেটি রয়েছে, সেটি হলো এটি স্বাভাবিক রেখে নিয়ন্ত্রণযোগ্য। অনেকে দীর্ঘদিন ভালো থাকেন। আবার শুরু হয়। আবার হয়তো ভালো হলো। আবার হলো। এটি ভাগ্য। কারো সঙ্গে কারো মিল নেই। অনেকের টানা চিকিৎসায় থাকতে হয়। তবে সবার যে থাকতে হবে, সেটি নয়। দীর্ঘদিন ভালোও থাকে। তবে প্রথম থেকেই এক-দুই জায়গায় থাকা অবস্থাতেই যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখেন, তাহলে কিন্তু খুব বেশি কষ্ট হয় না। চিকিৎসা আমরা বিভিন্নভাবে করি। এটি হলো রোগের তীব্রতা অনুযায়ী।