পুড়ে গেলে প্রাথমিকভাবে কী করবেন?
সাধারণত পুড়ে যাওয়ার ক্ষেত্রে আগুনে পোড়া, এসিডে পোড়া, ইলেকট্রিক বার্ন ইত্যাদি বেশি ঘটে। পুড়ে গেলে প্রাথমিকভাবে পানি ঢালা খুব জরুরি। পুড়ে গেলে প্রাথমিকভাবে কী করবেন?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮২৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. শহীদুল বারী। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লাস্টিক ও বার্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কী হবে?
উত্তর : একটিই কথা। প্রাথমিক চিকিৎসা হলো আগুনে পানি ঢালুন। কতক্ষণ ঢালবেন? ১৫ থেকে ২০ মিনিট। কী হবে? আগুন নিভে যাবে, জ্বলা কমে যাবে এবং শরীরের ভেতরে যে ক্ষতি হবে, তার পরিমাণটাও কমে যাবে। রোগীর আগেভাগে নিরাময় হবে। তারপর ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে একটি নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।