কতদিন পর ফিলিং পরিবর্তন করতে হবে?
দাঁতের ক্ষয় বা গর্তের চিকিৎসায় ফিলিং করা হয়। তবে কতদিন পরপর ফিলিং করতে হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৪তম পর্বে কথা বলেছেন রতন’স ডেন্টালের প্রধান পরামর্শক ডা. সৈয়দ তামিজুল আহসান রতন।
প্রশ্ন : কতদিন পরপর ফিলিং পরিবর্তন করতে হবে?
উত্তর : সাধারণত পাঁচ বছর পর পর ফিলিংগুলো পরিবর্তন করে নেওয়া আমার পরামর্শ। হয়তো অনেক বছর ফিলিংটা পড়েনি, ২০-৩০ বছরেরও ফিলিং আমার আছে। তবে দেখা গেছে যে সেটি আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। ক্ষয় হলে যতটুকু ক্ষয় হয়, সেটির ওপর আবার ফিলিংটা দিয়ে দেওয়া যায়। এগুলোর রং সাধারণত পরিবর্তন হয় না।
প্রশ্ন : যেই দাঁতের পাশে ক্ষয় হয়,এখানে ফিলিংয়ের উপাদানে কোনো পরিবর্তন রয়েছে কি?
উত্তর : ফ্লুরাইড কনটেনিং উপাদান রয়েছে। যাদের খুব বেশি স্পর্শকাতর তাদের জন্য দেওয়া হয়। এটি অটো কিউরও রয়েছে, আবার লাইট কিওরও রয়েছে। বিভিন্ন ধরনের ফিলিং রয়েছে। ফিলিং ক্ষয় হয়। তবে দাঁত ক্ষয় হয় না। কারণ, রোগীরা ব্রাশ করে তখন আরপিএম কত? ফিলিং দেওয়ার পর আমরা যখন পলিশ করে দেই, তখন দেখা যায় আরো ৪০ হাজার আরপিএমএ দাঁত ব্রাশ করে।
ফিলিং পড়বে কখন? অনেক কারণ থাকতে পারে। সে হয়তো দাঁত খোঁচায়। সেই ক্ষেত্রে অনেক সময় পড়ে যায়। মন খারাপের কিছু নেই। যদি ছয় মাসের মধ্যে ফিলিং পড়ে যায়, তাহলে কোম্পানি আমাদের ফেরত দেয় না, তবে আমরা করে দেই।