প্যালিয়াটিভ কেয়ার সেবা কোথায় হয়, খরচ কেমন?
বাংলাদেশে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়াটিভ কেয়ার বা জীবনের অন্তিম সময়ের পরিচর্যার সেবাটি দেওয়া হয়। আর এখান থেকেই হোম কেয়ার বা গৃহমুখী চিকিৎসার বিষয়টি ব্যবস্থাপনা করা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৮তম পর্বে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. নিজাম উদ্দিন আহম্মেদ।
প্রশ্ন : বঙ্গবন্ধু প্যালিয়াটিভ কেয়ার থেকে যদি হোম কেয়ার সেন্টার চান তাহলে কী করতে হবে? আর এর খরচ কেমন?
উত্তর : প্রথম কথা হলো আমরা একেবারেই একে বিনামূল্যে রেখেছি। কোনো পয়সা দিতে হয় না। এর পয়সা চালান কিছু দানশীল ব্যক্তি, তাদের অংশগ্রহণের মাধ্যমে। কেন একে আমরা বিনা পয়সায় রাখলাম? নীতিগতভাবে আমরা মনে করি, সমাজের সুস্থ অংশের দায়িত্ব হলো যারা নিরাময় অযোগ্য, তাদের দায়িত্ব নেওয়া। সেটি আমাদের একটি নীতির জায়গা। কিন্তু আসলে তো ফ্রি বলে কিছু নেই। তবে এই হোম কেয়ার সার্ভিসটি অল্প খরচের একটি বিষয়। আপনি যদি সংগঠিত করতে পারেন, তাহলে এটি একেবারেই বেশি ব্যয়বহুল নয়।
আমাদের সেন্টারে এসে নিবন্ধন করতে হয়। আমরা বিবেচনা করে দেখি রোগী হোম কেয়ার দেওয়ার মতো উপযুক্ত কি না। এভাবে প্রক্রিয়াটি করা হয়।