ঠোঁট-তালু কাটার সমস্যায় কখন চিকিৎসকের কাছে যেতে হবে?
ঠোঁট কাটা, তালু কাটার সমস্যা দেখলে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া প্রয়োজন। সাধারণত শিশু জন্মের পরপর এমন সমস্যা দেখলেই চিকিৎসকের কাছে নিতে হবে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. শহীদুল বারী। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লাস্টিক ও বার্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঠোঁট কাটা, তালু কাটা রোগ নিয়ে আসলে প্রাথমিকভাবে আপনারা কী দেখেন? বা কখন মা-বাবা বাচ্চাটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন?
উত্তর : জন্মের পর যদি মা-বাবা দেখেন বাচ্চাটির এই সমস্যা রয়েছে, তাহলেই নিয়ে আসা উচিত। এটি একটি দলের কাজ। এখানে একজন প্লাস্টিক সার্জন থাকবেন, সঙ্গে একজন পেডিয়েট্রিশিয়ানের সাহায্য লাগবে। আবার একজন স্পিচ থেরাপিস্টের সাহায্য লাগবে। কখনো কখনো একজন মেক্সিলোফেসিয়াল সার্জন বা ডেন্টাল সার্জনের সাহায্য লাগবে। তাই এটি কিন্তু দলগত কাজ।
ঠোঁট কাটা ও তালু কাটা রোগের সঙ্গে আরো কিছু রোগ জড়িত থাকে। যেমন : হার্টে সমস্যা থাকে, হাত ও পায়ে জোড়া আঙুল থাকতে পারে। অনেক ধরনের রোগ সঙ্গে থাকে। সেগুলো আমরা বের করে নিই।
অনেকের ধারণা, এগুলো আল্লাহ দিয়েছেন। এভাবেই থাকবে, চিকিৎসা নেই। কী আর করবে? আসলে এটি পুরোপুরি ভুল ধারণা। এর উন্নত চিকিৎসা রয়েছে।