ঠোঁট-তালু কাটার চিকিৎসা না হলে যেসব জটিলতা হয়
ঠোঁট কাটা, তালু কাটার সমস্যার চিকিৎসা না হলে শারীরিক, মানসিক ও সামাজিক বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. শহীদুল বারী। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লাস্টিক ও বার্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঠোঁট কাটা ও তালু কাটার সমস্যা নিয়ে যদি কেউ থাকে, সে ক্ষেত্রে কী হতে পারে?
উত্তর : এক নম্বর সমস্যা হলো রোগী নিজে। তার চেহারাটা বিকৃত হচ্ছে। বিকৃতির কারণে সে সামাজিকভাবে একা হয়ে যাচ্ছে। স্কুলে অন্য বাচ্চারা তাকে দেখে ভয় পাচ্ছে। মা-বাবা সার্বক্ষণিকভাবে উদ্বিগ্ন থাকছেন এই ভেবে যে এই বাচ্চাটার কী হবে। সে যখন বড় হচ্ছে, তার গ্রহণযোগ্যতা কম থাকছে। মেয়েদের ক্ষেত্রে তার বিয়েতে সমস্যা হচ্ছে। চাকরি হচ্ছে না। এটা গেল তার ব্যক্তিগত।
শারীরিকভাবে যে সমস্যা হচ্ছে, তার মধ্যে হলো যখন সে খেতে যাচ্ছে নাক দিয়ে খাবারটা বের হয়ে আসছে। আবার খাবারটা ফুসফুসে চলে যেতে পারে। যখন বড় হচ্ছে, তখন সে নাকে নাকে কথা বলছে। স্পষ্ট উচ্চারণ সে করতে পারছে না। এ কারণে সে নাকে নাকে কথা বলছে। তাকে দেখতে খারাপ লাগছে। চাকরি পাচ্ছে না। মানুষের সামনে যেতে পারছে না। পারিবারিকভাবে, সামাজিকভাবে একা হয়ে যাচ্ছে। রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। তাই চিকিৎসা জরুরি।