ঠোঁট-তালু কাটার চিকিৎসা কীভাবে হয়?
ঠোঁট কাটা ও তালু কাটার চিকিৎসায় অস্ত্রোপচার করা হয়। দলগতভাবে এই চিকিৎসা পদ্ধতি চালানো হয়। ঠোঁট ও তালু কাটার চিকিৎসা কীভাবে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৯তম পর্বে কথা বলেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লাস্টিক ও বার্ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শহীদুল বারী।
প্রশ্ন : সাধারণত কত সময় লাগে এই অস্ত্রোপচার করতে?
উত্তর : আদর্শ সময় হলো দুই থেকে আড়াই ঘণ্টা। কিন্তু যেহেতু বাংলাদেশে এখন এই সংখ্যাটা অনেক, যেহেতু আমরা অনেক অস্ত্রোপচার করছি, তাই দেড় ঘণ্টার মধ্যে একটি তালু এবং সোয়া ঘণ্টার মধ্যে একটি ঠোঁট কাটার অস্ত্রোপচার করতে পারি। তবে বিষয়টি একজন ভালো অ্যানেসথেশিয়ানিস্টের ওপর অনেকটা নির্ভর করে। আদর্শ সময় হলো দুই ঘণ্টা।
প্রশ্ন : এর জন্য তো সম্মিলিতভাবে কাজ করতে হয়। শেষ পর্যন্ত কি আপনারা এই চিকিৎসাটা দিতে পারেন?
উত্তর : সরকারি হাসপাতালে এটি সম্ভব হয়। তবে বেসরকারিভাবে এটি একটু কঠিন হয়। আমরা যেটি করি, অস্ত্রোপচারের আগে পেডিয়াট্রিশিয়ানের কেয়ারে থাকতে বলি। উনি যখন ক্লিয়ারেন্স দেন, তখন প্লাস্টিক সার্জনরা অস্ত্রোপচার করি। করে যদি মনে করি, একজন মেক্সিলোফেসিয়াল সার্জনের পরামর্শ লাগবে, তার কাছে আমরা পাঠিয়ে দিই। তার পরামর্শ যখন নিয়ে আসে, তখন আমরা অস্ত্রোপচার করি। করার পরে স্পিচ ১০০ ভাগ ভালো করার জন্য স্পিচ থেরাপিস্টের কাছে আমরা পাঠিয়ে দিই। তার আগে যদি দেখি হার্টের সমস্যা রয়েছে, অবশ্যই আমরা কার্ডিওলজিস্টের কাছে পাঠাই, তার পরামর্শের জন্য। তাঁরা যদি পরামর্শ দেন এই রোগী অস্ত্রোপচার করা যাবে, তখনই আমরা অস্ত্রোপচারে যাই। এতগুলো বিশেষজ্ঞের সমন্বয়ে অস্ত্রোপচার হয়।