মুখমণ্ডলের সৌন্দর্য বাড়াতে নন-সার্জিক্যাল পদ্ধতি
মুখমণ্ডলের সৌন্দর্য বাড়াতে কসমেটিক সার্জারি রয়েছে। পাশাপাশি রয়েছে কিছু নন-সার্জিক্যাল পদ্ধতি। নন-সার্জিক্যাল পদ্ধতির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫১তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল আহমেদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : নন-সার্জিক্যাল কী কী পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ানো যায়?
উত্তর : ব্রণের বা দাগের জন্য আমরা কিছু পদ্ধতি ব্যবহার করে থাকি, যেমন : ডার্মাব্রেশন বা মাইক্রোডার্মাব্রেশন পদ্ধতি। এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় চামড়া সমান করে দেওয়া হয়। এরপর মাইক্রোমিডিলিং প্রসিডিওর রয়েছে, কেমিক্যাল পিলিং রয়েছে, বটক্স রয়েছে। এগুলো নন-সার্জিক্যাল পদ্ধতি। ইনজেকশনের মাধ্যমে হয়তো কুঁচকে যাওয়া চামড়া আমরা টাইট করে দিতে পারি। এগুলো নন-সার্জিক্যাল কাজ।
প্রশ্ন : অনেকের মুখে নানা রকম পিগমেন্টেশন বা দাগ হয়, এটি হতে পারে কালো বা সাদা—সে ক্ষেত্রেও সৌন্দর্যহানি হয়। সেই ক্ষেত্রে নন-সার্জিক্যাল ও সার্জিক্যাল কী পদ্ধতি রয়েছে?
উত্তর : নন-সার্জিক্যাল প্রসিডিওর আছে, কেমিক্যাল পিলিং হলো এর সমাধান। আর যদি এতে না হয়, সে ক্ষেত্রে আমরা সার্জারিতে যেতে পারি বা লেজারে যেতে পারি। লেজারেও অনেক ভালো কাজ হয়।