চোখের নিচের অংশ ঝুলে পড়ার চিকিৎসা কী?
অনেকের ক্ষেত্রে চোখের নিচের অংশ ঝুলে পড়ার সমস্যা হয়। একে ব্যাগি আইস বলে। এটি ঠিক করার ক্ষেত্রে কসমেটিক সার্জারির একটি অন্যতম ভূমিকা রয়েছে। কীভাবে এই চিকিৎসা করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫১তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল আহমেদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : চোখের নিচ ঝুলে পড়া বা ব্যাগি আইয়ের চিকিৎসা কী?
উত্তর : চোখের নিচে যে ত্বক রয়েছে, এর বিশেষ জায়গা থেকে চর্বি ঝড়িয়ে আমরা চিকিৎসা করে দিই। এর ফল খুব ভালো হয়। এটা ওপরের পাতায়ও করা যায়, নিচের পাতায়ও করা যায়। কসমেটিক সার্জারিতে যেটা করি, তাতে দাগ একটু কম হবে। দাগ খুবই কম থাকবে। সেটি দৃশ্যমান নয় বললেই চলে।