ডাবল চিনের সমস্যা সমাধানে কী করবেন?
থুঁতনির নিচে একটু চামড়া ঝুলে থাকার বিষয়টিকে ডাবল চিন বলে। সৌন্দর্য বাড়াতে অনেকে এই ডাবল চিন কমাতে চান। কসমেটিক সার্জারির মাধ্যমে এ সমস্যার সমাধান করা যায়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ইকবাল আহমেদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডাবল চিনের সমাধান কীভাবে সম্ভব?
উত্তর : ডাবল চিনের সমাধান বয়স অনুযায়ী করা যায়। যদি কম বয়সে হয়, সে ক্ষেত্রে কেবল লাইপোসেকশন করে দেওয়া যায়। এতে সমস্যা দূর হবে। সেটা সম্ভব। কম বয়সীদের চামড়ার টোন ভালো থাকে। সে ক্ষেত্রে একটি মেশিনের মাধ্যমে অবাঞ্ছিত চর্বিগুলো ঝড়িয়ে দিই, তাহলেই সম্ভব। আর বয়স একটু বেশি হলে সে ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়তে পারে। অতিরিক্ত যে চামড়া থাকে, সেটিও ফেলে দিই। রিকনটোরিং বা রিসেপিং করে দিই। এভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব।