কিডনি রোগ চিকিৎসাযোগ্য
কিডনি বিকল বা অকেজো হওয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো হঠাৎ কিডনি বিকল হওয়া, অন্যটি দীর্ঘমেয়াদি কিডনি বিকল হওয়া। তবে কিডনি রোগ চিকিৎসাযোগ্য।
দীর্ঘমেয়াদি কিডনি বিকল হওয়ার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪৬তম পর্বে কথা বলেছেন ডা. হারুন অর রশিদ। বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : দীর্ঘমেয়াদি কিডনি বিকল হওয়ার বিষয়ে বলুন?
উত্তর : আমি মনে করি, কিডনি রোগকে যেভাবে মানুষ ভেবে থাকে, সেভাবে কিডনি রোগ হয় না। কিডনি রোগ এমন একটি জিনিস, যে এর জটিলতা খুব কম। এটা অধিকাংশ ক্ষেত্রে নিরাময়যোগ্য। এটা চিকিৎসাযোগ্য। কমসংখ্যক কিডনি রোগী কিডনি ফেইলিউরে চলে যায়। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি জানি যে কী কারণে ক্রনিক (দীর্ঘমেয়াদি) কিডনি রোগ হচ্ছে, তাহলে আমাদের রোগীরাই সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।