ডিসফেজিয়া কী
খাওয়ার সময় গলায় খাবার আটকে যাওয়ার আরেক নাম ডিসফেজিয়া। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬২তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহিদুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডিসফেজিয়া বিষয়টি কী?
উত্তর : আসলে ডিসফেজিয়া একটি মেডিকেল টার্ম। বাংলায় বলি, আমাদের কোনো কিছু খাওয়ার সময় গলার মধ্যে খাদ্য আটকে যায়। এই গলার মধ্যে খাদ্য আটকে যাওয়াকে আমরা বলি ডিসফেজিয়া।
প্রশ্ন : অনেক সময় তো মনে হয় গলায় কিছু আটকে আছে বা চাপ চাপ লাগছে। একেও কি ডিসফেজিয়া বলে, না কি খাওয়ার সময়কেই কেবল ডিসফেজিয়া বলা হয়?
উত্তর : আসলে খাওয়ার সময় কিছু আটকে যাওয়ার সমস্যাকেই ডিসফেজিয়া বলে। খাওয়ার সময় খাবার, পানি আটকে যেতে পারে- একে আমরা চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ডিসফেজিয়া বলি। এমনি অনেক সময় গলায় অনেক কিছু আটকে যেতে পারে। সেটা ভিন্ন টার্ম।