কানে কম শোনার সমস্যায় সার্জারি কখন করা হয়?
কানে কম শোনার সমস্যা ঠিক করতে অনেক সময় শোনার যন্ত্র বা হিয়ারিং এড ব্যবহার করা হয়। আবার অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৪তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ রাকিব। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কানে কম শোনার সমস্যায় কাদের বেলায় কানে শোনার যন্ত্র ব্যবহার করেন আর কাদের বেলায় সার্জারি করেন?
উত্তর : কানে কম শোনার জন্য জন্মগত বধিরতা একটি অন্যতম কারণ। কানে না শোনার বিভিন্ন রকম কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো কানের পর্দা ফুটো থাকা। যেকোনো পর্দাই যদি ছিদ্র হয়, তাহলে সে কিছু মাত্রায় কম শোনে। মাইরিমোপ্লাস্টি অপারেশন বা পর্দা লাগানোর মাধ্যমে একে কাটিয়ে তোলা সম্ভব। ফুটো যদি বন্ধ হয়ে যায়, তাহলে শ্রবণমাত্রা প্রায় স্বাভাবিক হয়ে যায়।
যে শিশুটির জন্মগতভাবে অন্তকর্ণের কাজের সমস্যা রয়েছে, তার ভেতরের স্নায়ুগুলোকে উজ্জীবিত করার জন্য একটি ডিভাইস অপারেশন করে বসানো যায়। এই অপারেশনগুলো বাংলাদেশে এখন হচ্ছে। তবে একটি বাধা, এটি উচ্চমূল্য। এর খরচটা যদি কমিয়ে দিতে পারি, তাহলে জন্মগত বধির শিশুদের জন্য উপকার হতে পারে।