বিশ্ব অস্টিওপরোসিস দিবস
নীরব ঘাতকের নাম অস্টিওপরোসিস
আজ বিশ্ব অস্টিওপরোসিস দিবস। একে নীরব ঘাতক বলা হয়। সাধারণ ৪০ বয়স থেকে নারীদের,আর ৫০ বছরের পর থেকে পুরুষদের এই সমস্যা হতে দেখা যায়।
বিশ্ব অস্টিওপরোসিস দিবস উপলক্ষে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক জোনাইদ শফিক। বর্তমানে তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে পেইন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : আজকের দিনটি কেন পালন করা হয়?
উত্তর : ২০ বছর ধরে সচেতনতা বৃদ্ধির জন্য সারা পৃথিবীতে আন্তর্জাতিক অস্টিওপরোসিস ফাউন্ডেশন বিশ্ব অস্টিওপরোসিস দিবস পালন করে। এই দিন তারা বলে সাদা পোশাক পরতে। অস্টিওপরোসিস এক ধরনের নীরব ঘাতক। আপনি টের পাবেন না। প্রেশার আপনি টের পাবেন, ডায়াবেটিস টের পাওয়া যাবে, থাইরয়েড হলে টের পাওয়া যাবে, গ্যাসট্রিক হলে টের পাবেন। অস্টিওপরোসিস হলে টের পাবেন না। সাধারণত অস্টিওপরোসিস টের পাওয়া যায় যখন পড়ে যায়। তখন দেখা যায় তার হাড় ক্ষয় হয়ে গেছে।
অস্টিওপরোসিসে হাড় পাতলা হয়ে যায়। হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে। দড়জায় উঁইপোকা খেলে যে অবস্থা হয়, হাড়ের সেই অবস্থা হয়। জোড়া লাগতে পারে না সহজে। বলা হয়, পঞ্চাশের ওপরে পাঁচজন নারীর মধ্যে একজন নারীর হবে, তিনজন পুরুষের মধ্যে একজন পুরুষের হবে। এই যে মোট পাঁচজনের হলো, এর মধ্যে একজন এক বছরের মধ্যে মারা যাবে।