মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি কী?
মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি বা বুক না কেটে হার্টের সার্জারি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৭তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগে বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি মানে কী?
উত্তর : আসলে হার্ট সার্জারি বলতে আমরা যেই জিনিসটি বোঝাই, ওপেন হার্ট সার্জারি। এই ক্ষেত্রে কনভেনশনাল যে পদ্ধতি এতে বুক কেটে অস্ত্রোপচার করি। বুকের মাঝ বরাবর কেটে অস্ত্রোপচার করি। তবে মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি একটু ভিন্ন।
খুব প্রচলিত একটি সার্জারির উদাহরণ আমরা সব সময় দিই, ল্যাপারেস্কোপিক, গলব্লাডার। এগুলো কিন্তু কখনো আগে এ রকম ছিল না। পেট কেটে এই অস্ত্রোপচারগুলো করা হতো। এখন কিন্তু সেটি করা হচ্ছে না। এর কারণ কী? কারণ হলো ইনভেসিভনেস। কাটার পরিমাণ আপনি যত কমাবেন কিছু উপকারিতা রয়েছে। সহজ বাংলায় আমরা বলতে পারি মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি মানে বুক না কেটে অস্ত্রোপচার করা।