হঠাৎ হাত-পায়ের রক্তনালিতে ব্লক, কী করবেন?
রক্তনালির ব্লক শরীরের নানা জায়গায় হতে পারে। হার্ট বা মস্তিষ্কের পাশাপাশি হাত ও পায়ে হতে পারে। হঠাৎ হাত ও পায়ের রক্তনালির ব্লকের সমস্যার চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৯তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাত ও পায়ের রক্তনালির ব্লকের চিকিৎসা কীভাবে করা হয়?
উত্তর : যদি কারো হঠাৎ করে হাত বা পায়ের রক্তনালি ব্লক হয়ে যায়, তাদের হাতে আসলে সময় থাকে আট ঘণ্টা। মানে আট ঘণ্টার মধ্যে ওই হাতের বা পায়ের যে রক্তনালি ব্লক হয়ে গেছে, সেটি যদি ঠিক করে দেওয়া না হয়, তার হাত কিংবা পা হারানোর ভয় থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীগুলোই আসলে হাত কিংবা পা হারান। এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
তাই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলব যে কারো যদি হাতে কিংবা পায়ে তীব্র ব্যথা হয়, আস্তে আস্তে পা ঠান্ডা হতে থাকে কিংবা তার পালসটা পাওয়া যাচ্ছে না এ রকম হয়, দ্রুত একজন ভাসকুলার সার্জনের কাছে পৌঁছালে, তার হাতকে সহজেই আমরা বাঁচাতে পারি। আমাদের জন্য এটি খুব সহজ একটি অস্ত্রোপচার। আমরা পালস দেখি, ওপরে ডুপ্লেক্স পরীক্ষা করি, যদি দেখা যায় যে হাতে কোনো সময় নেই। আর কোনো সময় অপচয় না করে আমরা সরাসরি অস্ত্রোপচারে চলে যাই।