বুক না কেটে হার্টের সার্জারি কি সবার জন্য?
বুক না কেটে হার্টের সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি। এই সার্জারিতে রক্তক্ষরণ কম হয়। এ ছাড়া রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তবে আমাদের দেশে এখনো খুব জটিল রোগীর ক্ষেত্রে এটি করা হয় না। এটি একটি অসুবিধা এই সার্জারি করার ক্ষেত্রে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৭তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : মিনিমাল ইনভেসিভ সার্জারিতে কি কোনো অসুবিধা রয়েছে?
উত্তর : মিনিমাল ইনভেসিভ সার্জারি মানে এই নয় যে সব রোগীর জন্য আমরা এটি করতে পারি। তাই রোগী নির্বাচন হলো মূল বিষয়। আপনি যত ভালো প্রস্তুতি নেবেন, অস্ত্রোপচারের সফলতা তত ভালো হবে। খুব জটিল রোগীদের সাধারণত করা হয় না। তবে আন্তর্জাতিক বিশ্বের কথা যদি বলেন, তারা করছে। কিন্তু আমরা পারছি না। কারণ, আমাদের দেশে আরো বেশি সরঞ্জামের প্রয়োজন হবে। আরো বেশি সহযোগিতার প্রয়োজন হবে। এ জন্য বর্তমান সময়ের জন্য বলব, মূল সার্জারিগুলো আমরা করি। জটিলগুলো এখনো হয় না।