ডায়াবেটিসের রোগীদের দাঁতের পরিচর্যায় পরামর্শ
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের দাঁত ও মাড়িতে বিভিন্ন সমস্যা হয়। তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের দাঁতে বাড়তি পরিচর্যা প্রয়োজন। বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯২তম পর্বে কথা বলেছেন ডা. মো. আসাফুজ্জোহা রাজ। বর্তমানে তিনি রাজ ডেন্টাল বিভাগে পরামর্শক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মুখে ও দাঁতে যেন সমস্যা না হয়, সেক্ষেত্রে কীভাবে যত্ন নিতে হবে?
উত্তর : ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মুখ একটু শুষ্ক থাকে। এই জন্য মুখের মধ্যে দেখা যায় গন্ধ বা ব্যাকটেরিয়া বেশি জমে। মুখটা যেন শুষ্ক না থাকে সে জন্য একটু পরপর পানি পান করতে হবে। বাজারে এখন বিভিন্ন ধরনের সুগার ফ্রি চুইঙ্গাম পাওয়া যায়। এগুলো একটু চিবালেও লালার ফ্লোটা ভালো থাকে। মুখটা তো ভেজা থাকা দরকার। এটা হচ্ছে ডায়াবেটিসের কারণে। পাশাপাশি আমরা স্বাভাবিক পদ্ধতিতে যেভাবে দাঁত ব্রাশ করি এবং ডেন্টাল ফ্লস করি, এটি যেন নিয়ম অনুযায়ী নিয়মিত হয়। মনগড়া পদ্ধতিতে করা না হয়। পাশাপাশি এখন বাজারে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে হবে। এই মাউথ ওয়াশগুলো যখন আমরা ব্যবহার করি দেখা যায় মুখে সংক্রমণের পরিমাণ কমে যায়।
প্রশ্ন : এই মাউথ ওয়াশগুলো কী সারা বছর ব্যবহার করতে হবে?
উত্তর : এটি নির্ভর করে কোন মাউথ ওয়াশ ব্যবহার করছেন তার ওপর। পরিবর্তন করে করে মাউথ ওয়াশ ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ নিলে।