বন্ধ্যত্ব, কখন বলব?
বন্ধ্যত্ব বর্তমানে একটি প্রচলিত সমস্যা। কেবল বাংলাদেশে নয় সারা বিশ্বেই এটি একটি প্রচলিত সমস্যা। একটি দম্পতি এক বছর জীবনযাপন করার পরও যদি তাঁদের মধ্যে সন্তান না আসে, তাহলে বন্ধ্যত্ব হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত ১০০ জন দম্পতির মধ্যে ১২ থেকে ১৫ জন দম্পতিই এই সমস্যায় ভুগে থাকেন।
বন্ধ্যত্বের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯৭তম পর্বে কথা বলেছেন ডা. নাজনীন আহমেদ। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল ও হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বন্ধ্যত্ব বলতে কী বোঝায়?
উত্তর : বন্ধ্যত্ব বলতে বুঝি, একটি দম্পতি তারা তাদের বিবাহিত জীবন যাপন করছে এক বছর ধরে এবং তারা একসঙ্গেই বসবাস করছে। এক বছরের মধ্যেও তাদের কোনো সন্তান আসছে না। সে গর্ভধারণ করতে পারেনি। একটি দম্পতির যতখানি ফ্যাসিলিটিস থাকা দরকার, সবই রয়েছে। তারপরও গর্ভধারণ করছে না। এ রকম এক বছর থাকার পর আমরা তাকে বন্ধ্যত্ব বলে থাকি।