আঁকাবাঁকা শিরার সমস্যায় করণীয়
আঁকাবাঁকা শিরা বা ভেরিকস ভেনের সমস্যার দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। না হলে হঠাৎ করে রক্তপাত হওয়া বা আলসার হওয়ার জটিলতা হতে পারে।
আঁকাবাঁকা শিরার ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯৯তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আঁকাবাঁকা শিরার সমস্যা নিয়ে আসলে ব্যবস্থাপনা কীভাবে করেন?
উত্তর : আমরা প্রথমে রোগ নির্ণয়ের চেষ্টা করি। এটি আসলে ৯৯ ভাগ ক্ষেত্রে চোখে দেখেই বোঝা যায়। এতে যেহেতু তার পায়ে রক্তের প্রবাহ বেড়ে যায়, সে কারণে আমরা ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে দেখার চেষ্টা করি, কোন কোন মাত্রায় তার রিফ্লাক্স রয়েছে। দেখে নেওয়ার পর কেবল একটি পরীক্ষা করি। আল্ট্রাসোনোগ্রাম করি এবং নিশ্চিত হই, কী করতে হবে। এরপর আমরা তাকে প্রথমে বলি যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে। তাকে আমরা বলি আপনি শোয়ার সময় পা কিছুটা উঁচুতে রাখবেন। টানা দাঁড়িয়ে থাকবেন না। কিছু ব্যায়াম আমরা তাকে শিখিয়ে দিই। এগুলো রোগের প্রাথমিক পর্যায়ে। এই ধরনের ব্যবস্থাপনা আমরা দিই।
যদি দেখা যায় রোগটি জটিলতার দিকে যাচ্ছে তখন অন্যান্য চিকিৎসা করি। জটিলতাগুলো খুবই প্রচলিত। দেখা যায়, অনেকের পা গোড়ালির দিকে কালচে কালচে হয়ে যাচ্ছে। সে মনে করে এটা ত্বকের সমস্যা। অনেকের পায়ের গোড়ালির দিকে ঘা হচ্ছে। বছরে সে ঘা ঠিক হচ্ছে না। সেটা আসলে ভেনাস আলসার।