হার্টের চিকিৎসা সময়মতো না নিলে জটিলতা কী?
হার্টে অ্যাটাক থেকে শুরু করে অ্যায়োরটিক ডিসেকশন, এনজাইনা পেকটোরিস ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হয়। সময়মতো চিকিৎসা না নিলে রোগ জটিল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
হার্টের সমস্যায় চিকিৎসা সময়মতো না নিলে জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্টের চিকিৎসা সময়মতো না নেওয়া হলে কী ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে রোগী?
উত্তর : আমরা খুব সাধারণভাবে বুকের ব্যথাকে এড়িয়ে যাই গ্যাসট্রিকের ব্যথা মনে করে। তবে আসলে গ্যাসের সমস্যা কি না, সেটি আমরা সুনির্দিষ্টভাবে জানি না। আমি বলব যে যাদের বয়স চল্লিশের কম, তাদের হার্ট সম্পর্কিত ব্যথার পরিমাণ তুলনামূলকভাবে কম। যাদের বয়স চল্লিশের বেশি, তারা গ্যাসট্রিকের ব্যথা মনে করলেও একজন কার্ডিওলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন।
যাদের বয়স কম, তাদের জন্য কী করণীয়? তাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলো হলো—পরিবারের আর কারো হার্টের সমস্যা রয়েছে কি না, পরিবারে ডায়াবেটিসের কোনো রোগী রয়েছে কি না, উচ্চ রক্তচাপের কোনো রোগী রয়েছে কি না, তার নিজের জীবনযাত্রার ধরন, খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন রয়েছে কি না, ধূমপান করেন কি না। এর যেকোনো তিনটি ইতিবাচক হলে তারও উচিত কার্ডিয়াক স্ক্রিনিং করানো।