আঁকাবাঁকা শিরার সমস্যা কমাতে বিশেষ মোজা
আঁকাবাঁকা শিরার সমস্যা কমাতে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে রয়েছে। এর মধ্যে একটি হলো বিশেষ মোজা। আঁকাবাঁকা শিরার রোগীদের জন্য তৈরি গ্র্যাজুয়েশন কমপ্রেশন স্টকিং নামে এই মোজা রোগের কষ্টকর অবস্থা থেকে অনেকটাই রেহাই দেয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯৯তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আঁকাবাঁকা শিরার সমস্যা কমাতে মাসেল স্ট্রেন্দেনিং কি কোনোভাবে কোনো ভূমিকা পালন করতে পারে?
উত্তর : কিছু ব্যায়াম রয়েছে, যেগুলো পেশি স্ট্রেন্দেনিংয়ের জন্য দিই। তবে একটি জিনিস খুব ভালো। তবে এর কথা আমরা সব সময় বলতে পারি না। আমাদের দেশের আবহাওয়ার জন্য আমরা সব সময় পারি না। ভেরিকোস ভেন যাদের রয়েছে, তাদের আরাম দেওয়ার সর্বোত্তম পন্থা হলো গ্র্যাজুয়েশন কমপ্রেশন স্টকিং। এই বিশেষ ধরনের মেডিকেডেট মোজা পরলে তার কষ্ট অনেকাংশে কমে যায়। এই মোজা পরার নিয়ম হলো সারা দিন পরতে হবে, রাতে শোয়ার সময় খুলে রাখতে হবে। আবহাওয়াজনিত কারণে অনেকে পরতে চায় না। আমাদের দেশে অনেক গরম। তবে ইদানীং সুতির কিছু মোজা কিনতে পাওয়া যায়। যেগুলো পরলে দেখা যায় এই কষ্টটা আর থাকছে না।
প্রশ্ন : এগুলো কি সহজেই পাওয়া যায়?
উত্তর : হ্যাঁ, পাওয়া যায়। আপনি শুনলে আনন্দিত হবেন যে আমরা বিদেশ থেকে আরো একটি ডিভাইস নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে নিউমেটিক কমপ্রেশন ডিভাইস। সেটি যদি পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হয়, দেখা যাবে তার রক্ত পা থেকে ওপরে চলে যাচ্ছে। উনি ভালো অনুভব করতে পারবেন। একে বলা হয় ইন্টারমিডিয়েড নিউমেটিক কমপ্রেশন পাম্প। মোজাও পাওয়া যায়। আমরাই আসলে রোগীদের কথা চিন্তা করে এটি এনেছি।