মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে করণীয়
প্রস্রাব জমিয়ে রাখা, অস্বাস্থ্যকর ন্যাপকিন ব্যবহার করা, প্রোস্টেট গ্রন্থির সমস্যা ইত্যাদি কারণে মূত্রনালির সংক্রমণ হয়।
মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৮তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ রফিকুল আলম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি রোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মূত্রনালির সংক্রমণের চিকিৎসা কী?
উত্তর : প্রস্রাব জমিয়ে না রাখা, যথাসময়ে প্রস্রাব করে ফেলা, মেয়েদের ক্ষেত্রে স্বামীর সঙ্গে মেলামেশার পর একটু প্রস্রাব করে নেওয়া, প্রস্রাবের বেগ না থাকলেও একটু প্রস্রাব করে নেওয়া, প্রস্রাবের রাস্তা, মলদ্বার এসব এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, অপরিচ্ছন্ন বা নোংরা ন্যাপকিন ব্যবহার না করা। আর যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে, সেটি নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি বিষয়ের মাধ্যমে মূত্রনালির সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা যায়।
কারো কারো ক্ষেত্রে দেখা যায়, কিছু প্রস্রাব মূত্রথলিতে রয়ে যায়। এটা ডায়াবেটিসজনিত কারণে হয়, মূত্রনালি সরু হয়ে গেলে হয়। প্রোস্টেটের কারণে হয়। প্রস্রাব নিষ্কাশন করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
আর দেখা যায় যাদের ক্ষেত্রে প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে আমরা লম্বা সময় ধরে অল্প ডোজে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি।