কোমর ব্যথা কমাতে ১০ ভাগের সার্জারি দরকার হয়
কোমর ব্যথা কমাতে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে। সাধারণত ডিস্ক প্রোলাপসের রোগীদের চিকিৎসায় সার্জারি করা হয়। তবে এটি করা হয় মাত্র ১০ ভাগের ক্ষেত্রে।
কোমর ব্যথা কমাতে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৯তম পর্বে কথা বলেছেন ডা. শহীদুল ইসলাম। বর্তমানে তিনি আদ-দ্বীন মেডিকেল কলেজে অর্থোপেডিকস ও স্পাইন সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোমর ব্যথা থেকে স্নায়ু রজ্জু বের হয়ে যাওয়া- এ পর্যায়ে আসলে করণীয় কী?
উত্তর : সব কোমর ব্যথা রোগীর সার্জারি লাগে না। ১০০টি যদি কোমর ব্যথার রোগী আসে, তাহলে ১০ ভাগের সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। আর ৯০ ভাগ সার্জারি করা লাগে না। তাহলে তারা কীভাবে ভালো হয়? তারা ওষুধের মাধ্যমে ভালো হয়। তারা ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হতে পারে। তারা বিশ্রাম নেওয়ার মাধ্যমে ভালো হতে পারে। এপিডোরাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি- এতেও ভালো হতে পারে। ১০ ভাগের ক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসা লাগে।