কোমর ব্যথার চিকিৎসায় সার্জারি
কোমর ব্যথার চিকিৎসায় অনেক ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। সাধারণত ১০ ভাগ রোগীর ক্ষেত্রে এ চিকিৎসা দেওয়ার দরকার পড়ে। কোমর ব্যথার চিকিৎসায় সার্জারির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৯তম পর্বে কথা বলেছেন ডা. শহীদুল ইসলাম।
বর্তমানে তিনি আদ-দ্বীন মেডিকেল কলেজে অর্থোপেডিকস ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোমর ব্যথায় কী ধরনের সার্জারি করে থাকেন?
উত্তর : এটি রোগী ও রোগের ওপর নির্ভর করে। যদি রোগী তরুণ হয় আর তার একটি ডিস্কে প্রলাপস করে এবং ডিস্কটা স্নায়ুকে চাপ দেয়, সে ক্ষেত্রে একটি মাত্র সহজ সার্জারি করি। সাধারণত তরুণদের সম্পূর্ণ মেরুদণ্ড খুব শক্ত হয়।
আর যদি মেরুদণ্ড ক্ষয় হয়, ফ্যাসেট জয়েন্টগুলো অস্থিতিশীল হয়ে যায়, সে ক্ষেত্রে আমরা আরেকটু বড় অস্ত্রোপচার করে থাকি। একে আমরা বলি স্পাইনাল ফিউশন ও স্টেমিলাইজেশন। সে ক্ষেত্রে আমরা মেরুদণ্ডের অস্ত্রোপচার করে, মেরুদণ্ডের স্ক্রু ও রড ব্যবহার করি। এটি ফিউশন হওয়ার মাধ্যমে ফিক্স হয়ে যায়। এতে রোগী ব্যথামুক্ত জীবন পেতে পারে।