স্ট্রোকের চিকিৎসা কী?
স্ট্রোক মস্তিষ্কের রোগ। স্ট্রোক হলে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া প্রয়োজন। স্ট্রোক চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২১তম পর্বে কথা বলেছেন ডা. মো. শহীদুল্লাহ সবুজ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্ট্রোক হওয়ার পর রোগী কীভাবে ব্যবস্থাপনা করেন?
উত্তর : প্রথম যদি কয়েক ঘণ্টার মধ্যে আসে, তাহলে নির্দিষ্ট চিকিৎসা দিলে রক্তনালি যে বন্ধ হয়েছে, এটা খুলে যাবে। সে ক্ষেত্রে রক্তনালি যদি আবার আগের ক্ষেত্রে ফিরে আসে, সে ক্ষেত্রে আমরা বলি যে রোগী দ্রুত ভালো হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে না পারে, আমাদের যদি দেরি হয়ে যায়, তাহলে উদ্দেশ্য থাকে যেন স্ট্রোকের জন্য রোগীর কোনো ঝুঁকি না থাকে সেই ব্যবস্থা করা। উনি যেন এখন ভালো থাকেন এবং পরে যেন আগের কাজে ফিরে যেতে পারেন। সে ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ওষুধ দিই। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, প্রেসার নিয়ন্ত্রণ এগুলো করি। এর সঙ্গে পুনর্বাসনের জন্য স্পিস থেরাপি, বিহেভিয়ার থেরাপি দিই। এগুলো দিয়ে আমরা চেষ্টা করি যে রোগী যেন আগের জায়গায় ফিরে যেতে পারেন।